h

আমরা কি শুধু আল্লাহর ইবাদত করি? নাকি একই সাথে শয়তানেরও...?

একটি হুদহুদ পাখি একটি জাতির ইসলাম গ্রহণের কারণ ছিল।
(নমলঃ ২০-৪৪)
একটি পিপড়া একটি সৈন্য বাহিনীর যাত্রাপথকে পরিবর্তন করে দিয়েছিল।
(নমলঃ ১৮-১৯)
একটি কাক আদম সন্তানকে শিখিয়েছে কিভাবে মৃতকে দাফন করতে হয়।
(মায়েদাঃ ৩১)
একটি মাছ একজন নবীকে নিজের পেটে আশ্রয় দিয়েছে।
(সাফফাতঃ ১৪২)
হাতি আল্লাহ ঘর কা’বা ভাঙ্গতে অস্বীকৃতি জানিয়েছে।
(সূরা ফীল)
মানুষ কি চিন্তা করবে না? শিক্ষা গ্রহণ করবে না?
আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সকলে শুধুই আল্লাহর ইবাদত করে।
(বাণী ইসরাঈলঃ ৪৪)

No comments:

Post a Comment