১..মল মুত্র ত্যাগের সময় কিবলামুখী হওয়া অথবা কিবলাকে পেছনে দেয়া জায়েয নয় ।বুখারীঃ৩৯৪,মুসলিমঃ২৬৪।
২..গোবর অথবা হাড় দিয়ে ইস্তিন্জা তথা মল মুত্র পরিস্কার করা জায়েজ নয় ।মুসলিমঃ২৬২,৪৫০,বুখারীঃ৩৮৬০।
৩..পথে ঘাটে ,বৈঠকখানা অথবা ছায়াবিশিষ্ট গাছের তলায় মল মুত্র করা জায়েয নয় ।মুসলিমঃ২৬৯,আবু দাউদঃ২৬,ইবনু মাজাহঃ৩২৮।
৪..ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ বা ইস্তিন্জা করা জায়েজ নয় ।বুখারীঃ১৫৩,১৫৪
৫..ঢিলা কুলুপ ব্যবহার করলে বেজোড় ব্যবহার করতে হয় ।বুখারীঃ১৬১,১৬২ ।
৬..ঢিলা কুলুপ ব্যবহার করলে কমপক্ষে তিনটি ব্যবহার করতে হয় ।মুসলিমঃ২৬২।
৭..মল মুত্র ত্যাগের সময় আপনাকে কেউ যেন দেখতে না পায় ।আবু দাউদঃ২।
৮..পানি ,ঢিলা অথবা যে কোন মর্যাদাহীন পবিত্র বস্তু দিয়ে ভালোভাবে ইস্তিন্জা করে নিবে যাতে উভয় দ্বার সম্পুর্নরূপে পরিস্কার হয়ে যায় ।
৯..প্রস্রাব করার সময় কোন ব্যক্তি সালাম দিলে উত্তর দেওয়া যাবে না ।মুসলিমঃ৩৭০,আবু দাউদং১৭।
১০..গোসল খানায় প্রস্রাব করা নিষেধ ।আবু দাউদঃ২৭।
১১..ওযু ও ইস্তিন্জার লোটা (পাত্র) ভিন্ন হওয়া উচিত ।আবু দাউদঃ৪৫।
২..গোবর অথবা হাড় দিয়ে ইস্তিন্জা তথা মল মুত্র পরিস্কার করা জায়েজ নয় ।মুসলিমঃ২৬২,৪৫০,বুখারীঃ৩৮৬০।
৩..পথে ঘাটে ,বৈঠকখানা অথবা ছায়াবিশিষ্ট গাছের তলায় মল মুত্র করা জায়েয নয় ।মুসলিমঃ২৬৯,আবু দাউদঃ২৬,ইবনু মাজাহঃ৩২৮।
৪..ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ বা ইস্তিন্জা করা জায়েজ নয় ।বুখারীঃ১৫৩,১৫৪
৫..ঢিলা কুলুপ ব্যবহার করলে বেজোড় ব্যবহার করতে হয় ।বুখারীঃ১৬১,১৬২ ।
৬..ঢিলা কুলুপ ব্যবহার করলে কমপক্ষে তিনটি ব্যবহার করতে হয় ।মুসলিমঃ২৬২।
৭..মল মুত্র ত্যাগের সময় আপনাকে কেউ যেন দেখতে না পায় ।আবু দাউদঃ২।
৮..পানি ,ঢিলা অথবা যে কোন মর্যাদাহীন পবিত্র বস্তু দিয়ে ভালোভাবে ইস্তিন্জা করে নিবে যাতে উভয় দ্বার সম্পুর্নরূপে পরিস্কার হয়ে যায় ।
৯..প্রস্রাব করার সময় কোন ব্যক্তি সালাম দিলে উত্তর দেওয়া যাবে না ।মুসলিমঃ৩৭০,আবু দাউদং১৭।
১০..গোসল খানায় প্রস্রাব করা নিষেধ ।আবু দাউদঃ২৭।
১১..ওযু ও ইস্তিন্জার লোটা (পাত্র) ভিন্ন হওয়া উচিত ।আবু দাউদঃ৪৫।
No comments:
Post a Comment