h

হযরত আবু হোরায়রা (রাঃ)

একদিন হযরত আবু হোরায়রা (রাঃ) রাসুল (সাঃ)এর নিকট এসে কাঁদছেন। রাসুল (সাঃ) জিজ্ঞেসকরলেন, হে আবু হোরায়রা তুমি কেন কাঁদছ? আবুহোরায়রা বললেন, আমার মা আমাকেমেরেছেন। রাসুল (সাঃ) বললেন, কেন তুমি কিকোন বেয়াদবী করেছ? আবু হোরায়রা বললেন,না হুজুর কোন বেয়াদবী করিনি। আপনার দরবারহতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিধায়আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেসকরায় আমি আপনার কথা বললাম। আর আপনার কথাশুনে মা রাগে আমাকে মারধর করল আর বলল, হয়তআমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ (সাঃ) .... see more

No comments:

Post a Comment