h

মেসওয়াকের ফযিলত

মেসওয়াকের অনেক উপকারিতা রয়েছে

হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত

================================
হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত , রাসূল (সাঃ) বলেছেন, মেসওয়াক হলো মুখ পরিস্কারকারী এবং আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম।     [আহমদ,মিশকাত]
 
হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত , রাসূল (সাঃ) বলেছেন, যে নামাযের জন্য অযুর সময় মেসওয়াক
করা হয়, তার ফযিলত ওই নামাযের তুলনায় সত্তর গুন বেশি যেই নামাযের জন্য {ওজুর সময়} মেসওয়াক করা হয় না।       [বায়হাকী, মিশকাত]
 
মেসওয়াকের অনেক উপকারিতা রয়েছে
১}মুখ পরিস্কার করে ।
২}আল্লাহ তা'আলার সন্তুষ্টির কারন ।
৩}শয়তানকে রাগান্বিত করে ।
৪}আল্লাহ তা'আলা এবং ফেরেশতাগণ মেসওয়াক
কারীকে ভালোবাসেন ।
৫}দাতের মাড়ি শক্ত করে ।
৬}ক্বফ দূর করে ।
৭}মুখে সুগন্ধি আনে ।
৮}দিষ্টি শক্তি বাড়ায় ।
৯}পেটের রোগ নিরাময় করে ।
১০}মেধা শক্তি বাড়ায় ।
১১}মউতের সময় কালিমা নসীব হয়।

No comments:

Post a Comment