রাষ্ট্র প্রধানের দায়িত্ব জনগনের খোজ খবর রাখা
একদিন চলার পথে হযরত উমরের (রাঃ) সাথে এক বৃদ্ধার দেখা হল। কথা প্রসঙ্গে
উমর (রাঃ) জিজ্ঞেস করলেন, 'আমীরুল মুমিনীন সম্পর্কে তোমার ধারণা কি?'
বৃদ্ধা উমর (রাঃ) কে চিনতেন না। সে নির্বিঘ্নে বলল, 'সে মোটেও ভাল মানুষ
নয়। আমি অতি কষ্টে আছি, খলীফা আমার কোন খবর নেয়নি।'
উমর (রাঃ)
বললেন, 'তুমি খলীফাকে তোমার অবস্থার কথা কেন বলোনি? তাঁকে না জানালে তিনি
কি করে জানবেন?' বৃদ্ধা মহিলাটি বলল, 'খলীফার দায়িত্ব প্রজাদের খোঁজ খবর
রাখা।' উমর (রাঃ) বললেন, 'হে মা! কি পরিমাণ অর্থ পেলে তোমার দুঃখ ঘুচবে আর তুমি খলীফাকে ক্ষমা করে দিবে?'
সে সময় হযরত আলী (রাঃ) ও আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) সে পথ দিয়ে যেতে
খলীফাকে 'আমীরুল মুমিনীন' বলে সম্বোধন করে সালাম দিলেন। বৃদ্ধা মহিলাটি ভয়ে
কেঁপে উঠলো। উমর (রাঃ) তাকে সান্ত্বনা দিয়ে ৫০০ স্বর্ণমুদ্রা তার হাতে
তুলে দিয়ে বললেন, 'খলীফার বিরুদ্ধে তোমার আর কোন অভিযোগ আছে কিনা?' তিনি
বললেন, 'না'।
হযরত উমর (রাঃ) এক খন্ড চামড়ার উপর কথাটি লিখিয়ে
নিলেন, 'কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমীরুল মুমিনীন হযরত উমরের
বিরুদ্ধে আমার আর কোন অভিযোগ নেই।' হযরত আলী তাতে সাক্ষিরূপে সাক্ষর করলেন।
হজরত ওমরা (রাঃ) এর ন্যায় নিষ্ঠা সততার একটি মাত্র উদাহরন পেশ
করলাম।এরকম কয়েক হাজার ঘটনা বর্ণিত হয়েছে হযরত ওমর (রাঃ) সম্পর্কে।এই ওমর
সম্পর্কে ভারতের মহাত্মা গান্ধী বলেছিলেন দেশ স্বাধীন হলে আমি ওমরের মত দেশ
চালাবো।
অথচ এই ওমর ছিলেন আল্লহর রাসুল (সাঃ) অজস্র সৈনকের মধ্যে
একজন সৈনিক।যার সৈনিকের চরিত্র এমন হতে পারে ঐ সেনাপতির চরিত্র কেমন হতে
পারে?
পৃথিবীর ইতিহাসে জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত শাষক এবং প্রজাদের
মধ্যে এমন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন একজন শাষকের নাম বলুন ইসলামের
ইতিহাস বাদ দিয়ে।কাল মার্ক্স ,লেলিন,স্টালিন থেকে শুরু করে এরিস্টটল সকলের
জীবনী তন্ন তন্নকরে ঘাটুন।এরকম একটি দৃষ্টান্ত বের করে আনতে পারবেন না
চ্যালেঞ্জ।
No comments:
Post a Comment