h

ইসলামে যা কিছু প্রথম


*প্রথম মানব হযরত আদম (আ)
*প্রথম নবী হযরম আদম (আ)
*প্রথম মানবী হযরত হাওয়া (আ)
*ইসলামের প্রথম দম্পতি আদম- হাওয়া (আ)
*ইসলামের প্রথম শহীদ হযরত হাবীল
*প্রথম খুনী কাবীল
*প্রথম ইসলামী মুদ্রা চালু করেন হযরত উমর (রা)
*প্রথম আকাইদ মুদ্রা চালু করেন হযরত আমির মুয়াবিয়া(রা)
*প্রথম নারী ইসলাম গ্রহণকারী হযরত খাদিজা (রা)
*ইসলামের প্রথম নারী শহীদ হযরত সুমাইয়া (রা)
*ইসলামের প্রথম প্রথম সস্ত্রীক হিজরতকারী হযরত উসমান (রা) (সাহাবাদের মধ্যে)
*ইসলামের প্রথম ডাক বিভাগের প্রথা চালুকারী হযরত মুয়াবিয়া (রা)
*প্রথম মক্কায় নিজ ইসলাম গ্রহণের কথা প্রকাশকারী হযরত জাবির বিন আবদুল্লাহ (রা)
*ইসলামের প্রথম গুলিবিদ্ধ শহীদ হযরত খোবাইব ইবনে আলী (রা)
*সর্বপ্রথম মসজিদ নির্মিত হয় কুবায় (মদিনা)
*সর্বপ্রথম ইসলামের শিক্ষাকেন্দ্র দারুল আরকাম (মক্কা)
* ইসলামের প্রথম আযানের পদ্ধতি স্বপ্নে দেখেন হযরত আব্দুল্লাহ বিন যায়েদ (রা)
*ইসলামের প্রথম হজে নেতৃত্ব দানকারী হযরত আবু বকর(রা)
*ইসলামের প্রথম কাবা শরীফের স্থাপক আল্লাহ তায়ালা ফিরিশতাদের মাধ্যমে, তারপর আদম (আ)
*সর্বপ্রথম ঈদের সালাত অনুষ্ঠিত হয় ৬২৩ খ্রিষ্টাব্দে
*সর্বপ্রথম মসজিদের মেহরাব প্রস'তকারী হযরত ইবনে আবদুল আজিজ (র)
* ইসলামের প্রথম জিহাদের জন্য তরবারী কোষমুক্তকারী হযরত যুবাইর ইবনে আওয়াম (র) [রাসূল (স)- এর ফুফাত ভাই]
*ইসলামের প্রথম মানবজাতিকে অক্ষর (জ্ঞান) দানকারী হযরত ইদ্রিস (আ)
*ইসলামের প্রথম কুরআন ও হাদিসের শব্দকোষ সংকলক আবু উবায়দা আল মুসান্না তামিম
*ইসলামের প্রথম সিরাতে রাসূল (স) সংকলক মুহাম্মদ ইবনে ইসাহাক
*ইসলামের প্রথম ফিকহ শাস্ত্রের মূলনীতি ও ফাযায়েলে কুরআন সংকলক হযরত ইমাম শাফিঈ (রা)
*ইসলামের সর্বপ্রথম ওহী লেখক হযরত খালিদ ইবনে সাইদ (রা)
 

-----------কালেক্টেড-অবুজ বালক সাইফুর

No comments:

Post a Comment