কুরআন ও হাদিসের মধ্যেই আছে মানব জীবনের সকল সমাধান ৷ আমাদের সকলের উচিত কুরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করা ৷ কুরআন ও হাদিস আমাদের জীবনের চাবিকাঠি
h
তোমরা সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (সাঃ) বলেছেন -তোমরা সাতটি ধ্বংসকারী জিনিসথেকে বেঁচে থাকো।
১. শিরক করা। ২. যাদু করা। ৩. অবৈধ ভাবে মানুষ হত্যা করা। ৪. সূদ ভক্ষণ করা। ৫. এতিমের সম্পদ ভক্ষণ করা। ৬. যুদ্ধের ময়দার হতে পালিয়ে যাওয়া। ৭. নিরীহ সতীসাধ্বী ঈমানদার নারীদের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া।।
No comments:
Post a Comment