লোক দেখানো নামাজ,রোজা ও দান
হযরত শাদ্দাত ইবনে আউস (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, আমি রাসুল (সাঃ) কে
বলতে শুনেছি, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ আদায় করল সে শিরক করল, যে
ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখল যে শিরক করল এবং যে ব্যক্তি লোক
দেখানোর জন্য দান করল সে শিরক করল ৷
(মুসনাদে আহমদ)
No comments:
Post a Comment