h

Facebook Auto Video Play stop

ফেসবুকে কিছু অভ্যন্তরীণ আডগ্রেডেশন হয়েছে। এ কারণেই গতকাল সোমবার রাতে কিছু সময়ের জন্য খুলতে সমস্যা হচ্ছিল। তবে এরপর থেকেই ব্যবহারকারীদের জন্য একটা ঝামেলা দেখা দিয়েছে- অটো ভিডিও প্লে। অর্থাৎ নিউজ ফিডে স্ক্রল করে গেলে ভিডিওগুলো অটোমেটিক চালু হয়ে যাচ্ছে। এটা সবার জন্যই বিরক্তিকর। এছাড়া অপ্রয়োজনে প্রচুর ড্যাটা খরচও হয়ে যাচ্ছে। তবে আপনি খুব সহজেই এটা বন্ধ করে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। তার মানে আপনি কোনো ভিডিও দেখতে চাইলে ভিডিওর ওপর ক্লিক করে দেখবেন।
১. প্রথমে আপনার প্রোফাইলে যান। সেখান থেকে settings এ ক্লিক করুন। নিচে ছবিতে দেখুন।














২. এবার বাম পাশের মেন্যুতে একদম নিচে এ ক্লিক করুন। দেখবেন ভিডিও সেটিংস নামে একটি বক্স খুলবে। সেখানে দুই নম্বরে Auto-Play Videos এ দেখবেন Default করা আছে। ওই ড্রপডাউনে ক্লিক করে Off সিলেক্ট করে দিন। নিচে ছবিতে দেখুন :



কষ্টহীন মৃত্যু পেতে মহানবী (সা.) ছোট্ট এই দোয়াটি পড়তে বলেছেন


ইসলাম ডেস্ক: পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা বলেছেন, প্রতিটি নর-নারীর একদিন মৃত্যুর স্বাধ গ্রহণ করতেই হবে। হযরত আজরাঈল (আ) যখন জান কবজ করতে আসবেন, তখন মৃত্যু পূর্ব মুহুর্তে কষ্ট হবেই। তবে মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘কষ্টহীন মৃত্যু পেতে কোন দোয়া পাঠ করতে হবে সেটা মহান আল্লাহ তায়ালাই কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আল কোরআনে বর্ণিত ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যু আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমরা সবাই আয়তুল করসি বলেই জানি। দোয়াটি নিম্নরূপ:







আয়াতুল:কুরসী

اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاو ;َاتِ وَالأَرْضَ وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

উচ্চারণঃ আল্লাহু লাইলাহা ইল্লাহুওয়াল হাইয়্যুল ক্বইউম, লাতা’খুযুহু সিনাতুওঁ ওয়ালা নাওম, লাহু মাফিস্* সামাওয়াতি ওয়ামা ফিল আরয। মানযাল্লাযি ইয়াশ্*ফাউ ইন্*দাহু ইল্লা বিইযনিহ। ইয়ালামু মা বাইনা আইদীহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহীতূনা বিশাইয়িম মিন ইলমিহি ইল্লা বিমাশাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরযা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াহুওয়াল আলিয়্যুল আযীম।(সূরা বাকারঃ ২৫৫)
আয়াতুল কুরসি পড়ার ফজিলত:
১.আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে ৭০ হাজার ফেরেস্তা চর্তুদিক থেকে তাকে রক্ষা করে।
২.এটি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারেনা।
৩.এটি পড়ে ঘুমালে সারারাত একজন ফেরেস্তা তাকে পাহারা দেন।
৪.ফরজ নামাযের পর পড়লে তার আর বেহেস্তের মধ্য একটি জিনিসেরই দূরত্ব থাকে; তা হলো মৃত্য। এবং মৃত্য আযাব এতই হালকা হয়; যেন একটি পিপড়ার কামড়।
৫.ওজুর পর পড়লে আল্লাহর নিকট ৭০ গুন মর্যাদা বৃদ্ধি লাভ করে।(সহীহ হাদিস)