h

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার B ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত
ভর্তি পরীক্ষার B ইউনিটের (আর্টস) এর পুরো প্রশ্ন ও উত্তর দেওয়া হলো মিলিয়ে নিন।
‪#‎বাংলা‬
১. Reflections on the revolution in
France গ্রন্থের লেখকের নাম-
উত্তরঃ(গ) এন্ডমন্ড বার্ক
২.সাব-ইনস্পেক্টরের দ্বিতীয় বউ
আমার এক রকমের আত্নীয়া।একটি
তুলসী গাছের কাহিনী গল্পে এই
উক্তিটি করেছেন-
উত্তরঃ(ঘ) কাদের
৩.কিন্তু মৃত্যুঞ্জয় তো
পল্লীগ্রামেরই ছেলে পাড়াগাঁয়ের–
তো মানুষ। বিলাসী গল্পের এ-
বাক্যের শূন্যস্হানে আছে- উত্তরঃ
(গ) তেলে-জলেই
.
৪. চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে
কোনটিতে-
উত্তরঃ(ঘ) কাঁচা
.
৫.চৌচালা টিনের ঘরের টুয়া সুস্পষ্ট।
কলিমদ্দি দফাদার গল্পে ব্যবহৃত
টুয়া হচ্ছে-
উত্তরঃ(গ) শীর্ষভাগ
.
৬.Discriminatory-এর পারিভাষিক
শব্দ-
উত্তরঃ(খ) বৈষম্যমূলক
.
৭. যেমন হাসতে পারাতো ছেলেটা
তেমনি গল্প করার ব্যাপারেও ছিল
ওস্তাদ -কার সম্পর্কে বলা হয়েছে?
উত্তরঃ(ঘ) তপু
.
৮. কাদম্বিনী অর্থ- উত্তরঃ(গ)
মেঘমালা
.
৯.গবাদি শব্দের সন্ধি-বিচ্ছেদ
কোনটি?
উত্তরঃ(গ) গো+আদি
.
১০. সে সৎ কিন্তু তার ভাই অসৎ।
বাক্যটি-
উত্তরঃ(গ) যৌগিক
.
১১. সনেট পঞ্চাশৎ কার রচনা?
উত্তরঃ(ঘ) প্রমথ চৌধুরী
.
১২. করপল্লব কোন সমাস? উত্তরঃ
(খ) উপমতি কর্মধারয়
.
১৩.শাস্ত্রকারেরা গার্হস্হ্য
ব্যাপারটিকে কী হিসেবে কল্পনা
করেছেন? উত্তরঃ(গ) মস্তক
.
১৪. অনুবব্ধ শব্দের সমার্থক শব্দ
কোনটি?
উত্তরঃ(ক) অনুরোধ
.
১৫. অলংকারের ধ্বনি- উত্তরঃ(ঘ)
শিজ্ঞন
.
১৬.কোন কোন বর্ন মিলে ষ্ণ
যুক্তবর্নটি গঠিত হয়েছে? উত্তরঃ
(ঘ) ষ্+ণ
.
১৭. প্রতিকৃতি শব্দটির উপসর্গ
কোন অর্থে ব্যবহৃত? উত্তরঃ(ক)
সাদৃশ্য
.
18. After meat comes mustered-
এর ঠিক অর্থ-উত্তরঃ(গ) নুন
আনতে পান্তা ফুরায়
.
১৯. স্মৃতিসৌধ শব্দের প্রমিত
উচ্চারণ-
উত্তরঃ(গ) সৃঁতিশোউধো
.
20.ছোটটি কোথায়? বাক্য ছোট
শব্দের শেষ টি-র ব্যাকরণিক পরিচয়
কী? উত্তরঃ(গ) পদাশ্রিত নির্দেশক
.
21. ণ-ত্ব বিধানের নিয়ম অনুসারে
কোনটি অশুদ্ধ বানান? উত্তরঃ(ঘ)
বর্ননা
.
22. অনুচ্ছেদটিতে ড্যাস ও হাইফেন
চিহ্ন ব্যবহৃত হয়েছে যথাক্রমে-
উত্তরঃ(খ) ৪ বার ও১ বার
.
23.উর্দি ও কুচকাওয়াজ শব্দ বাংলা
ভাষায় এসেছে যথাক্রমে- উত্তরঃ
(খ) তুর্কি ও ফারসি থেকে
24. বৃদ্ধ বিশেষন পদের বিশেষ্য-রুপ-
উত্তরঃ(ক) বৃদ্ধি
.
25. অনুচ্ছেদে ব্যবহৃত নিচের
কোনটি নঞ্ তৎপুরুষ সমাসের
দৃষ্টান্ত? উত্তরঃ(খ) অটল
.
‪#‎English‬
.
Fill in the blanks with suitable
word/s (Questions 1-9) :
.
1. After the governor’s third
overseas trip voters complained
that he was paying too little
attention to — affairs
Ans. (B) domestic
.
2. Since the island soil has been
barren for so many years, the
islanders must — much of their
food.
Ans. (B) import
.
3. Make sure you read all the —
carefully before setting up the
device.
Ans. (C) instructions
.
4. ‘Rose’ is often used as-for
beauty or the beautiful. Ans. (A) a
metaphor
.
5. ___Pohela Boishakh, there is a
festive mood all — the country.
Ans. (D) on, over
.
6. Nature finds ways to ensure
the survival of —. Ans. (A) the
fittest
.
7. Pinocchio is hungry and looks
for an egg to cook – an omelet;
but, to his surprise, the omelet
flies out of the window. D.
himself
.
8. He is hardworking and – C. so
am I
.
9. – did Kamal realize that there
was danger. Ans. (C) Only after
entering the bank
.
Choose the correct preposition to
fill in the gap (Question 10) :
.
10. We must discourage people
— throwing trash in public
places. Ans. (B) from
.
11. Which of the following is a
form of ‘die’? Ans. (C) dying
.
12. ‘No man is an island.’ What
does this proverb mean? Ans. (C)
Everyone needs help from other
people
.
13. Find a synonym for the word
‘vigorous’ from the options given
bellow: Ans. (C) strong and
energetic
.
14. choose the correct passive
sentence: Ans. (B) The meeting is
to be rescheduled.
.
15. Which word is spelt correctly?
Ans. (C) medieval
.
16. ‘মিনা বলল যে, সে অসুস্থ’ The
correct translation of this
sentence Is :
Ans. (C) Meena said that” she was
ill.
.
17. The word ‘vegetarian’ refers
to –
Ans. (C) mammals
.
18. Which of the following words
best replaces ‘revealed’ in the
sentence: Studies have revealed
that infections are associated
with cancers. Ans. (A) found
.
Read the passage below and
answer questions 19-23 :
.
Vultures are not careful about
what they eat. This makes them
vulnerable to eating meat that
could be toxic. The consequence
often is the death of these birds.
That is one reason why these
birds are not widely seen in
Bangladesh anymore. The other
is that the trees which vultures
perch on have also been
disappearing from the land. The
net result is the birds are not
present throughout the country
in the numbers in which they
were viewed a generation, or
even a decade, ago .
.
19. A suitable title for the
passage would be : Ans. (D)
Disappearing Vultures of
Bangladesh
.
20. ‘The net result’ is closest in
meaning to which of the
following words that have also
been used in the passage: Ans.
(A) consequence
.
21. An antonym for ‘toxic’ is: Ans.
(D) harmless
.
22. A ‘decade’ is the same as:
Ans. (B) ten years
.
23. ‘Widely’ used in the passage
is a/an: Ans. (B) adverb
.
Choose appropriate article/s
(Questions 24-25) :
.
24. Bangabandhu Sheikh Mujibur
Rahman Memorial Museum
stands as – symbol not only of the
greatest moments in our history
but also as evidence of the
darkest moment in – history of
this land. Ans.(C) a, the
.
25. One of Akbar’s most vigorous
opponents during his lifetime
had been – outstanding scholar
Sheikh Ahmed and, like Akbar, he
was also venerated as – Perfect
Man by his own disciples. Ans.(B)
an, a

‪#‎সাধারণ জ্ঞান‬
.
1.প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ
নির্মাণের পরিকল্পনা কোন নদীতে?
উত্তরঃ C. বরাক
.
2.হিন্দুমতে মান্ধাতা ছিলেন___যুগের
শাসক। উত্তরঃ A. সত্যযুগ
.
3.প্রথম নোবেল বিজয়ী নারী কে?
উত্তরঃ A. ম্যারি
.
4.মিশ্র অথ অথর্নৈতিক ব্যবস্থা
হলো উত্তরঃ C. সম্পত্তির ব্যক্তি
ও রাস্ট্রীয় মালিকানা
.
5.ফ্রাঙ্কফুর্ট শহরটি যে জন্য
বিখ্যাত উত্তরঃ B. বইমেলা
.
6.ধানসিঁড়ি নদী কোন জেলায়
অবস্থিত?
উত্তরঃ C. ঝালকাঠি
.
7.জাতিসংঘের নারী-উন্নয়ন বিষয়ক
তহবিলের নাম উত্তরঃ B. ইউনিফেম
.
8.কোন জীবাশ্ম জ্বালানী নয়?
উত্তরঃ D. জৈবগ্যাস
.
9.নিচের কোনটি সাংবিধানিক
প্রতিষ্ঠান নয়? উত্তরঃ B. দুর্নীতি
দমন কমিশন
.
10.কোন বিপ্লব ‘স্বাধীনতা, সাম্য
ও ভ্রাতৃত্ব’-এ মূলমন্ত্র দ্বারা
অনুপ্রাণিত হয়েছিল? উত্তরঃ A.
ফরাসি বিপ্লব
.
11.Dreams From My Father বইটির
লেখক উত্তরঃ A. বারাক ওবামা
.
12.কোন দেশ বা সংস্থা
বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের
দেশ হিসেবে ঘোষণা করে?
উত্তরঃ C. বিশ্বব্যাংক
.
13.অবিভক্ত বাংলার শেষ
মুখ্যমন্ত্রী ছিলেন
উত্তরঃ B. হোসেন শহীদ
সোহরাওয়ার্দি
.
14.ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে
নির্মাণ করেন? উত্তরঃ D. শায়েস্তা
খান
.
15.অ্যাবাকাস দিয়ে কী করা হয়?
উত্তরঃ A. গাণিতিক হিসাব
.
16.‘মোদের গরব মোদের আশা, অ-
মরি! বাংলা ভাষা’ গানের রচয়িতা
উত্তরঃ D. অতুল প্রসাদ সেন
.
17.বিখ্যাত চিত্রশিল্পী পাবলো
পিকাসো জন্ম গ্রহণ করেন যে
দেশে উত্তরঃ D. স্পেন
.
18.চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন
বাংলায় আসেন যার সময়ে উত্তরঃ
A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
.
19.ডেভিড ফ্রস্ট ছিলেন উত্তরঃ D.
একজন সাংবাদিক
.
20.কোন অর্থনীতি ‘অদৃশ্য হাত’
শব্দ দুটি ব্যবহার করেন? উত্তরঃ B.
অ্যাডাম স্মিথ
.
21.অথরা কণার অস্তিত্ব
আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন
বাংলাদেশি বংশোদ্ভূত
পদার্থবিজ্ঞানী? উত্তরঃB. এম
জাহিদ হাসান
.
22.বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত
সংশোধন করা হয়েছে উত্তরঃ D.
ষোলো বার
.
23.হিজরি সন কে প্রবর্তন করেন?
উত্তরঃ A. হজরত ওমর (রা.)
.
24.অর্থশাস্ত্রে অবদানের জন্য কে
বিখ্যাত?
উত্তরঃ A. কৌটিল্য
.
25.‘মনপুরা 70 কী? উত্তরঃ D. একটি
চিত্রকর্ম
.
26.ন্যাটোর একমাত্র মুসলিম
সদস্য দেশ
উত্তরঃ C. তুরস্ক
.
27.‘বিশ্ব সাক্ষরতা দিবস’ পালিত
হয়
উত্তরঃ A. 8 সেপ্টেম্বর
.
28.‘সুর সম্রাট’ কাকে বলা হয়?
উত্তরঃ B. ওস্তাদ আলাউদ্দিন খাঁ
.
.
29.মৌলিক দর্শনশাস্ত্র হিসেবে
বিবেচনা করা হয় কোনটিকে?
উত্তরঃ A. অধিবিদ্যা
.
30.আইএসবিএন যে উপকরণ
চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়
উত্তরঃ A. বই
.
31.চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয়
উৎসব কোনটি? উত্তরঃ A. বিজু
.
32.কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান
নয়? উত্তরঃ D. সুন্দরবন
.
33.কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা
বাংলা?
উত্তরঃ C. সিয়েরা লিওন
.
34.‘আসিয়ান’ সদস্য রাষ্ট্র নয়
উত্তরঃ B. শ্রীলঙ্কা
.
35.সম্রাট অশোক কোন বংশের
শাসক ছিলেন? উত্তরঃ B. মৌর্য
.
36.জাতিসংঘ বিশ্ববিদ্যালয়
কোথায়?
উত্তরঃ D. জাপানে
.
37.‘আসাদের শার্ট’ কবিতাটির
রচয়িতা কে?
উত্তরঃ D. শামসুর রহমান
.
38.ব্যাডমিন্টন যে দেশের জাতীয়
খেলা
উত্তরঃ B. মালয়েশিয়া
.
39.বাংলার প্রথম স্বাধীন সুলতান
ছিলেন
উত্তরঃ B. ফখরুদ্দিন মোবারক শাহ
.
40.নিচের কোনটি ইউনেস্কো
কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে
ঘোষিত হয়েছে?
উত্তরঃ A. ষাট গম্বুজ মসজিদ
.
41.বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের
সময়ে ঢাকা ____এর অন্তর্ভূক্ত
ছিল। উত্তরঃ B. সেক্টর 2
.
42.নিচের কোন দিবসটি ঢাকা
বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’
হিসেবে পালিত হয়? উত্তরঃ A. 23
আগস্ট
.
43.নিচের কোন জায়গায় জমির
সামাজিক মালিকানা নেই? উত্তরঃ D.
চট্টগ্রাম
.
44.‘লেডি উইথ দ্য ল্যাম্প’ উত্তরঃ
C. ফ্লোরেন্স নাইটিঙ্গেল
.
45.ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর
উদ্ভাবক
উত্তরঃ B. টিমথি জন বার্নারস-লি
.
46.এক সকালে তুমি গলা ব্যথা ও
সর্দি নিয়ে ঘুম থেকে উঠলে।
ডাক্তার তোমাকে পরীক্ষা করে
বললেন এন্টিবায়োটিকে তোমার
রোগ ভালো হবে না। নিচের কোনটি
ডাক্তারের এরূপ মন্তব্যের কারণ
ব্যাখ্যা করে?
উত্তরঃ D. তোমার ভাইরাসের
সংক্রমণ ঘটেছে
.
47.‘ছিয়াত্তরের মন্বান্তর’ বাংলা
সনে সংঘটিত হয়? উত্তরঃ B. 1176
.
48.ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির
অবসান ঘটে কোন সালে? উত্তরঃ A.
1858
49.বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়
চুক্তি কার্যকর হয় 2015 সালের
কোন মাসে?
উত্তরঃ D. আগস্ট
.
50.গৌতম বুদ্ধের জন্মস্থান
লুম্বিনী হলো-
উত্তরঃ D. নেপালে

The fat burning kitchen

Healthy Food



These foods, commonly called “healthy” by experts, the media, and even the government, are actually silently harming the health of you and your family.  But if you’ll continue reading you’re going to discover why you should eat MORE foods such as delicious butter, cream, cheese, coconut fat, avocados, and juicy steaks. If it seems odd to you, I’ll explain more in the article below…



by Mike Geary, aka 'The Nutrition Watchdog'
Certified Nutrition Specialist, Best-Selling Author

http://a944394-t-x6ho4cu6s3h6vphl.hop.clickbank.net/

Facebook Auto Video Play stop

ফেসবুকে কিছু অভ্যন্তরীণ আডগ্রেডেশন হয়েছে। এ কারণেই গতকাল সোমবার রাতে কিছু সময়ের জন্য খুলতে সমস্যা হচ্ছিল। তবে এরপর থেকেই ব্যবহারকারীদের জন্য একটা ঝামেলা দেখা দিয়েছে- অটো ভিডিও প্লে। অর্থাৎ নিউজ ফিডে স্ক্রল করে গেলে ভিডিওগুলো অটোমেটিক চালু হয়ে যাচ্ছে। এটা সবার জন্যই বিরক্তিকর। এছাড়া অপ্রয়োজনে প্রচুর ড্যাটা খরচও হয়ে যাচ্ছে। তবে আপনি খুব সহজেই এটা বন্ধ করে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। তার মানে আপনি কোনো ভিডিও দেখতে চাইলে ভিডিওর ওপর ক্লিক করে দেখবেন।
১. প্রথমে আপনার প্রোফাইলে যান। সেখান থেকে settings এ ক্লিক করুন। নিচে ছবিতে দেখুন।














২. এবার বাম পাশের মেন্যুতে একদম নিচে এ ক্লিক করুন। দেখবেন ভিডিও সেটিংস নামে একটি বক্স খুলবে। সেখানে দুই নম্বরে Auto-Play Videos এ দেখবেন Default করা আছে। ওই ড্রপডাউনে ক্লিক করে Off সিলেক্ট করে দিন। নিচে ছবিতে দেখুন :